লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০০ জন নিহত এবং চার হাজারের বেশি মানুষ আহতের ঘটনায় শোক পালন করছে লেবানন।
দেশটিতে গত বুধবার শুরু হওয়া এ রাষ্ট্রীয় শোক শুক্রবার পর্যন্ত চলবে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
লেবাননের এই বিস্ফোরণস্থলের ধ্বংসস্তূপ সরাতে এখনও কাজ কারছেন উদ্ধারকর্মীরা। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
পরিস্থিতি পর্যালোচনায় লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বুধবার মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন।
দেশটিতে দুই সপ্তাহের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হতে পারে বলে আভাস দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
বিশাল এক বিস্ফোরণ ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে লেবাননের রাজধানী বৈরুতে। বহু মানুষ মারা গেছে, আহত হয়েছে কয়েক হাজারের বেশি।
এমনও খবর পাওয়া যাচ্ছে যে কয়েক’শো কিলোমিটার দূরের সাইপ্রাসেও ঐ বিস্ফোরণের আঁচ পাওয়া গেছে।
কর্মকর্তারা বলছেন এই বিস্ফোরণ দুর্ঘটনা। পরিকল্পিতভাবে এই বিস্ফোরণ ঘটানো হয়নি। তারা বলছেন গুদামে ছয় বছর ধরে মজুত রাখা অত্যন্ত বিপদজনক বিস্ফোরক থেকে এই দুর্ঘটনা ঘটেছে।
তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে, তা পরিস্কার নয়।
ওয়ার্ল্ড খবর২৪