স্টাফ রিপোর্টার ॥
আগামী ১ আগস্ট শনিবার পালিত হবে মুসলমানদের পবিত্র ধর্মীয় অনুষ্ঠান ঈদ-উল আজহা। গত মঙ্গলবার জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় জাতীয় চাঁদ দেখা কমিটি তাদের এই সিদ্ধান্ত জানিয়েছে।
সন্ধ্যা সোয়া ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে ঈদ- উল আজহার তারিখ নির্ধারণে কমিটির পক্ষ থেকে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।বাংলাদেশে আগামী ১ আগস্ট ঈদ-উল-আজহা উদযাপিত হবে।
এর আগে, সোমবার সৌদি আরবের সুপ্রিম কোর্ট ঘোষণা দেন, দেশটিতে ৩১ জুলাই ঈদ-উল-আজহা উদযাপিত হবে।
এছাড়া, ২২ জুলাই এ বছরের হজ মৌসুম শুরু হবে। করোনাভাইরাস পরিস্থিতিতে এবার মাত্র ১০ হাজার ধর্মপ্রাণ মুসলমান হজ করতে পারবেন।