শত বছরের কুমিল্লা রিভাইভ্যাল ব্যাপ্টিষ্ট চার্চ বাদুরতলায় অবস্থিত।
এই রিভাইভ্যাল ব্যাপ্টিষ্ট চার্চের দীর্ঘ দিনের প্রাক্তন সহ-পালক, প্রাক্তন পালক,বর্তমানের যুগ্ন-কোষাধ্যক্ষ, রিভাইভ্যাল ব্যাপ্টিষ্ট চার্চের প্রতিষ্ঠাতার সদস্য এবং কুমিল্লা শিক্ষা বোর্ডের চাকুরী জীবি মি.অনিল দেবনাথ গত ২৮-০৬-২০২০ খ্রীষ্টাব্দ রোজ: রবিবার, বিকেল ৩টা৩৫ মিনিটে মৃত্যু বরণ করেন।
তারা দুই ভাই, তিন বোন,তার এক ছেলে ও দুই মেয়ে।
ছেলে মেয়ের সাথে
স্বর্গীয় মি.অনিল দেবনাথের সমাধির কাজ শেষ করেন,চার্চের পালক মি.পল পন্ডিত এবং সেখানে উপস্থিত ছিলেন চার্চের সম্পাদক মি.এনথনি বিশ্বাস,মি.উৎপল দেবনাথ,মি.মনজ দেবনাথ,মি.তাপস দেবনাথ সহ আরো অনেকেই।
তাকে কবরস্থ করার জন্য কুমিল্লার মানবতার ফেরিওয়ালা”বিবেক” সকল সদস্যগণ উপস্থিত হয়ে সকল কাজ সম্পন্ন করেছেন।