করোনাভাইরাস চলাকালীন লকডাউন শীতল করার পর কুমিল্লায় ঝুকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত। দেশের এ অবস্থায় ছাত্র/ছাত্রীদের কথা বিবেচনা করে দেশের সুনাম ধন্য প্রতিষ্ঠান সফট-টেক ইন্সটিটিউট অব মেডিকেল টেকনোলজি ফেইজবুক গ্রোপএ পড়াশোনা সফট-টেক কুমিল্লা নামে ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে ভর্তি করার ব্যবস্থা করেছে তাই প্রতিষ্ঠান এ না এসে যে কেউ অনলাইনে পছন্দের টেকনোলজিতে ভর্তি হতে পারবে।
ভর্তি সংক্রান্ত যে কোন সমস্যায় যোগাযোগ করতে পারেন ডা.লরেন্স তীমু বৈরাগী(স্যার). 01711-114817, ০১৭২৬৩৩৪০৯০ অধ্যক্ষ ০১৯১৮২৩১৬৫৩ এই নাম্বারে যোগাযোগ করতে হবে।
সফট-টেক ইন্স: অব মেডিকেল টেকনোলজি কলেজ।
বাদুরতলা, কুমিল্লা।
ওয়ার্ল্ড খবর২৪।