পুলিশকে পারলেও করোনা ভাইরাসকে ফাঁকি দিতে পারবেন না,এই কথা বলরন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সামনে ঈদ আর এই ঈদে ঘরমুখী মানুষদের সতর্ক করে দিয়ে সেতুমন্ত্রী আরও বলেন, “যারা নানা কৌশলে পুলিশকে ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তাদের মনে রাখা উচিত পুলিশকে ফাঁকি দিলেও করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুকে ফাঁকি দেয়ার সুযোগ নেই। তাই বলব সংক্রমণ ও মৃত্যু যেন নতুন ট্র্যাজেডি বয়ে নিয়ে না আসে তা মাথায় রাখবেন।”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, “করোনাভাইরাস মোকাবেলায় ভিয়েতনাম, থাইল্যান্ড ও দক্ষিণ কোরিয়া যা পারছে আমরা কেন তা পারবো না?
জীবন বাঁচানো এখন অগ্রাধিকার। আবার জীবন বাঁচাতে জীবিকাও সচল রাখতে হবে। এজন্য প্রয়োজন জীবন ও জীবিকার মাঝে সুসমন্বয়। সমন্বয় সাধনে শেখ হাসিনার সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছেন।”
এ সময় মহামারি চলাকালীন পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতি প্রসঙ্গে কাদের বলেন, “উন্নয়ন কার্যক্রম বন্ধ রয়েছে বলে গণমাধ্যমে কিছু রিপোর্ট প্রকাশিত হয়েছে। আমি বলতে চাই করোনার এই সংকটকালে পদ্মা সেতুর মতো মেগা প্রকল্পের কাজ চলমান রয়েছে। চলছে পুরো গতিতে। মেট্রো রেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ অন্যান্য কাজও সীমিত পর্যায়ে চলছে। ঈদের পরে প্রকল্পের কাজ আরও গতি পাবে। উন্নয়ন থেমে গেলে জীবন থেমে যাবে। জীবনের গতির মত উন্নয়ন এগিয়ে যাবে।”
তাই আসুন আমরা সর্তকতার সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করি।
একটি ঈদ না হয় এবার আত্মীয় স্বজন বিহন করলাম।
তাতে হয়তো নিজে বাঁচব, আত্মীয় স্বজন ও কাঁচবে।