বাইরে নয়, ঘরে থাকুন,নিজেকে নিরাপদ রাখুন।
আজ ১৬-০৫-২০২০ খ্রীষ্টাব্দ রোজ শনিবার, বাংলাদেশের সর্বশেষ করোনা ভাইরাসের খরব।
৬,৭৮২ নমুনা পরিক্ষা করে আক্রান্ত-৯৩০ জন।
** নতুন আক্রান্ত – ৯৩০ জন।
** মোট আক্রান্তঃ-২০,৯৯৫ জন।
** নতুন মৃত্যুঃ- ১৬ জন।
** মোট মৃত্যুঃ- ৩১৪ জন।
**নতুন সুস্থ্য ২৩৫ জন।
**মোট সুস্থ্য ৪,১১৭ জন।
আজ সমগ্র বাংলাদেশে করোনা ভাইরাসের আক্রান্ত ছক।
আজ শনিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।