স্টাফ রিপোর্টস :
দিনদিন যে ভাবে বেড়ে চলছে করোনা ভাইনাসের রোগী,বেড়ে চলছে করোনায় মৃত্যু সংখ্যা,তাতে যদি এখনও আমরা সচেতন না হই, তবে এক সময় হয়ে যেতে পারে আমেরিকা, ইতালি ও স্পেনের মতো আমাদের বাংলাদেশ, হয়ে যেতে পারে কুমিল্লা শহর মৃত্যুর নগর।
কারণ গত ১৫-০৫-২০২০ খ্রীষ্টাব্দ রোজ: শুক্রবার এক দিনেই দেখতে পাই নতুন করে আরো তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী।
এই পর্যন্ত কুমিল্লা শহরে মোট ১৬ জন মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত রোগী। অর্থাৎ বেড়েই চলেছে আক্রান্ত সংখ্যা।
কুমিল্লা নগরীতে আক্রান্ত ব্যাক্তিরা হলেন, নগরীর ঝাউতলা এলাকার ঔষধ কোম্পানী অপসোনিনের কার্যালয়ের দুইজন (তাদের দুইজনের বাড়ি ছোটরা ও ঝাউতলা ) ও কুমিল্লা সিটি করপোরেশনের একজন ওয়ার্ড কাউন্সিলরের সচিব । সচিবের বাড়ি সংরাইশ। এর আগে অপসোনিনের এরিয়া ম্যানেজার করোনায় আক্রান্ত হন। ফলে অপসোনিনের ৩ জন করোনায় আক্রান্ত হলেন। অপসোনিনের কার্যালয়টি আগেই লকডাউন করা হয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার সিভিল সার্জন ডা. নিয়াতিজ্জামান ও সংক্রমণ প্রতিরোধ জেলা সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী।
তাই আসুন আমরা এই মহামারি করোনা ভাইরাস রোধে নিজে সচেতন হই অন্যকে সচেতন করি।
অপ্রয়োজনে ঘর থেকে বের হয়ে নিজে ও পরিবাকে আক্রান্তের হাত থেকে রক্ষা করি।
সৃর্ষ্টিকর্তার কাছে প্রার্থনা তুমি আমাদের এই মহামারির হাত থেকে সমস্ত পৃথিবীকে রক্ষা করো।
ওয়ার্ল্ড খবর২৪