কুমিল্লাতে করোনা রোগীর সংখ্যা দিন দিন বেড়ে চলছে আর করোনা বিশেষ করে লোক সমাগম যেমন কাচাবাজার মুদি দোকান যেকানে মানুষ বেশী সমাগ্ম হয় সেখানে বেশি ছড়ায়। কিছুদিন আগে রাজগঞ্জ বাজার সংলগ্ন বাসায় ৩ জন করোনা পজিটিভ রোগী পাওয়া যায় তাদের সংস্পর্শে বাজারের কিছু লোক করোনা পজিটিভ পাওয়া যায় তার জন্য রাজগঞ্জ বাজার লকডাউন করা হয়।তারই ধারাবাহিকতায় কোম্পনিগঞ্জ বাজার লকডাউন করা হল।