বাংলাদেশকে বিশ্বে একঘরে করবে করোনা?
করোনা মোকাবেলায় বাংলাদেশ যে তথ্য গোপন এবং সীমিত তথ্য প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে তা বাংলাদেশের জন্য আত্মঘাতী হতে পারে। বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় সীমিত সংখ্যক পরীক্ষা, সীমিত আক্রান্ত, সীমিত মৃত্যু দেখিয়ে সরকারের নীতিনির্ধারকদের খুশী করা এবং আত্মপ্রসাদের এক কৌশল নিয়েছে। এই কৌশলের মাশুল বাংলাদেশকে দীর্ঘমেয়াদে দিতে হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ যদি পুরোপুরিভাবে করোনা মুক্ত না হয় বা বিশ্বাসযোগ্য তথ্য-পরিসংখ্যানের ভিত্তিতে বাংলাদেশে করোনা সংক্রমণ মোকাবেলা করতে না পারে তাহলে বাংলাদেশ আবার সেই বিএনপি-জামাত জোট আমলের মতো বিশ্বে একঘরে হয়ে যেতে পারে। বাংলাদেশের মানুষের জন্য বিশ্বের বিভিন্ন দেশে চলাফেরা দূর্বিষহ কঠিন হয়ে যেতে পারে। আসুন দেখে নেয়া যাক যদি বাংলাদেশ করোনা মোকাবেলায় ব্যর্থ হয়, তথ্য গোপন করে বা করোনা দীর্ঘমেয়াদিভাবে বাংলাদেশে যদি অবস্থান করে তাহলে বাংলাদেশের কি ধরণের ক্ষতি হতে পারে-