ওয়ার্ল্ড খবর২৪ ডেস্ক:.
১৩-১০-২০২০ খ্রী: রোজ :মঙ্গলবার
বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত শনিবার (১০ অক্টোবর) বিকেলে রাজধানীর নিউ ইস্কাটনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আহুত এক সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির সভাপতি একে আজাদ চৌধুরীর সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
সাবেক সংস্থাপন সচিব মোঃ রাশিদুল আলমকে আহবায়ক, সুবীর কুশারীকে কমিটির সদস্য সচিব ঘোষণা করে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন ভারতীয় দূতাবাসের রাজনৈতিক ও সামাজিক যোগাযোগ কর্মকর্তা দীপ্তি, ড. এ কে আজাদ চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল হারুন উর রশিদ, সৈয়দ শাহেদ রেজা, শোয়েব চৌধুরী, আবুল কালাম আজাদ, সেলিম ওমরাও খান, তাহমিনা জাকিয়া, শাহীন সুলতানা, সরদার মোঃ খালেদ হোসেন স্বপন, ইঞ্জিনিয়ার এ.কে.এম রেজাউল হক পিন্টু প্রমুখ।