‘ঢাকায় আসছে ভারতীয় সেনাবাহিনী’
ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ক্রমবর্ধমান হওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশে আসছে ভারতের সেনাবাহিনীর ১৫ জনের একটি দল। এছাড়া শ্রীলংকা, ভুটান ও আফগানিস্তানের সামর্থ্য বৃদ্ধিতে সহায়তা দিতে ভারতের সেনাবাহিনীর পৃথক টিম তৈরি হচ্ছে। সরকারি সূত্রগুলো মঙ্গলবার এ খবর দিয়েছে।
ভারতের সেনাবাহিনীর ১৪ সদস্যের একটি দল করোনা ভাইরাসের টেস্ট ল্যাবরেটরি স্থাপন এবং স্তানীয় স্বাস্থ্যকর্মিদের করোনা বিরোধী যুদ্ধে প্রশিক্ষণ দিতে মলদ্বীপ গিয়েছিল। চলতি মাসের গোড়ায় দ্বিপক্ষীয় সহযোগিতার আওতায় ভারতীয় সেনাবাহিনীর ১৫ সদস্যের একটি দলকে কুয়েতে পাঠানো হয়।